আমপানের মতোই ভয়ঙ্কর হতে পারে 'যশ' : মৌসম ভবন, জানুন Latest Updates
প্রস্তুতি শুরু করেছে ওড়িশা ও পশ্চিমবঙ্গ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি
নিজস্ব প্রতিবেদন: আমপানের বর্ষপূর্তিতে উদ্বেগ বাড়াচ্ছে 'যশ' (YAAS)। চলতি মাসের ২৬ তারিখেই বাংলা-ওড়িশার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা। আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর বরাবর ২২ তারিখ ঘনীভূত হতে পারে গভীর নিম্নচাপ। ৭২ ঘণ্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বুধবার এমনই পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন (IMD)।
1/6
প্রতীকী ছবি
2/6
প্রতীকী ছবি
photos
TRENDING NOW
3/6
প্রতীকী ছবি
4/6
প্রতীকী ছবি
5/6
প্রতীকী ছবি
6/6
প্রতীকী ছবি
৬) সাধারণত প্রাক-বর্ষা মরশুমে এপ্রিল ও মে মাস নাগাদ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয়। পশ্চিমে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তকতের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে মুম্বই, গুজরাট উপকূল এলাকা। আর এবার পূর্বে আসছে 'যশ'। যদিও আবহাওয়া দফতর এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানায়নি। তবে পূর্বাভাস দেওয়া হয়েছে।
photos