৪৪ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছতে পারে পারদ? কতদিন চলবে অসহ্য এই তাপপ্রবাহ?
West Bengal Weather Forecast: সকালের আবহাওয়ার খবরে আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি যে প্রায় তেমনই থাকছে, স্পষ্ট করে দিল আজকের বিকেলের পূর্বাভাসও।
অয়ন ঘোষাল: সকালের আবহাওয়ার খবরে আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছিল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ, সঙ্গে গরম হাওয়া বইতে থাকবে। থাকবে শুষ্ক অস্বস্তিকর আবহাওয়া। পরিস্থিতি যে প্রায় তেমনই থাকছে, স্পষ্ট করে দিল আজকের বিকেলের পূর্বাভাসও। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের তরফে সোমনাথ দত্ত (ডিডিজিএম, পূর্বাঞ্চল) জানিয়ে দিলেন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
1/7
৪২ ডিগ্রি সেলসিয়াস
2/7
সর্বোচ্চ ৪৪ ডিগ্রি
photos
TRENDING NOW
3/7
চরম তাপপ্রবাহ
4/7
সোমবার পর্যন্ত তাপপ্রবাহ
5/7
বৃষ্টির সম্ভাবনা
6/7
দমকা ঝোড়ো হাওয়া
7/7
গরম ও অস্বস্তিকর আবহাওয়া
photos