West Bengal Weather Update: তাপমাত্রা আরও বাড়বে, সঙ্গে তীব্র তাপপ্রবাহ! বৃষ্টি নিয়ে বড় কী শোনাল আবহাওয়া দফতর...
West Bengal Weather Forecast: সকালের আবহাওয়ার খবরে বলা হয়েছিল, প্রায় ৪০ ছুঁইছুঁই কলকাতার পারদ। তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে ৪ জেলা। পরিস্থিতি যে সেদিকেই যাচ্ছে, স্পষ্ট করে দিল আজকের বিকেলের পূর্বাভাসও।
|
Apr 17, 2024, 05:24 PM IST
অয়ন ঘোষাল: সকালের আবহাওয়ার খবরে বলা হয়েছিল, প্রায় ৪০ ছুঁইছুঁই কলকাতার পারদ। তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে ৪ জেলা। আজ, বুধবার তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩ জেলা। বলা হয়েছিল, আগামী কাল বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের সব জেলায় তাপপ্রবাহ বইবে। আজ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। আগামী কাল উপকূলের আরও দুই জেলা দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনাও তাপপ্রবাহের কবলে পড়বে। পরিস্থিতি যে সেদিকেই যাচ্ছে, স্পষ্ট করে দিল আজকের বিকেলের পূর্বাভাস।
1/7
আবহাওয়া মন্ত্রক

2/7
তাপমাত্রা ঊর্ধ্বমুখী

photos
TRENDING NOW
3/7
৩ থেকে ৫ ডিগ্রি

4/7
৪ থেকে ৭ ডিগ্রি

5/7
সিভিয়ার হিট ওয়েভ

6/7
হালকা থেকে মাঝারি বৃষ্টি

7/7
খাঁ খাঁ

সকালের আবহাওয়া-সংবাদেই বলা হয়েছিল, আজ বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভবনা নেই। বরং গোটা দক্ষিণবঙ্গ তেতেপুড়ে নাজেহাল হবে। কলকাতা-সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলার কোথাও এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও এখানে তাপপ্রবাহের ফিল-লাইক অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)
photos