Bengal Weather | Heatwave Warning: পরশু থেকেই ১০ জেলায় তাপপ্রবাহ, পুড়তে হবে গোটা সপ্তাহ-ই!

Apr 15, 2024, 16:52 PM IST
1/6

তাপপ্রবাহে পুড়বে বাংলা!

Heatwave Warning

অয়ন ঘোষাল : ফের তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত বাতাসে আর্দ্রতা বেশি। পরশু থেকে তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি। 

2/6

তাপপ্রবাহে পুড়বে বাংলা!

Heatwave Warning

১৭ এবং ১৮ তারিখ তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে কিছু জেলা। যার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। সেইমতো এই জেলাগুলিতে সতর্কতা জারি করে দেওয়া হবে। 

3/6

তাপপ্রবাহে পুড়বে বাংলা!

Heatwave Warning

১৯ এপ্রিল তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। গোটা সপ্তাহই তেতে পুড়ে ওষ্ঠাগত হবে দক্ষিণবঙ্গ। 

4/6

তাপপ্রবাহে পুড়বে বাংলা!

Heatwave Warning

উত্তর পশ্চিম ভারতের লু-এর প্রভাবেই বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি। আর সেইসঙ্গে পাল্লা দিয়ে গরম। তবে উত্তরে যদিও স্বস্তিদায়ক পরিস্থিতি। 

5/6

তাপপ্রবাহে পুড়বে বাংলা!

Heatwave Warning

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি বা দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। 

6/6

তাপপ্রবাহে পুড়বে বাংলা!

Heatwave Warning

দুই দিনাজপুর ও মালদাও আজ হালকা বৃষ্টি পেতে পারে। পরের দিকে এই সমস্ত জেলায় বৃষ্টির পরিমাণ তীব্রতা বাড়বে।