Srijit-Mithila: 'ইয়ে হ্যায় বম্বে মেরি জান', প্রথমবার মুম্বই ঘুরে লিখলেন মিথিলা

Aug 23, 2021, 21:46 PM IST
1/9

মুম্বইয়ে সপরিবারে সৃজিত

মুম্বইয়ে সপরিবারে সৃজিত

নিজস্ব প্রতিবেদন- পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ে রয়েছেন। কারণ, তাঁর নতুন হিন্দি ছবি 'শাবাশ মিঠু'র কাজ শুরু হয়ে গিয়েছে। শুটিং কয়েকদিন বন্ধ, কারণ ছবির মুখ্য চরিত্র তাপসী পান্নু সদ্য তাঁর প্রযোজিত-অভিনীত ছবি 'ব্লার'-এর শিডিউল শেষ করলেন। এই ফাঁকে স্ত্রী রফিয়াৎ রশিদ মিথিলা ও কন্য়া আইরাকে নিয়ে মুম্বই ঘুরে দেখাচ্ছেন সৃজিত।

2/9

মিথিলার প্রথম মুম্বই ভ্রমণ

মিথিলার প্রথম মুম্বই ভ্রমণ

মিথিলারও এই প্রথম মুম্বই ভ্রমণ। সৃজিতের নেটফ্লিক্স ছবি 'রে' চলাকালীন পুনে ও ঔরঙ্গাবাদ ঘুরে দেখেছিলেন মিথিলা। এবার শ্বশুরবাড়ি ঘুরে দেখার পালা। মেয়ে আইরাকে নিয়ে ঘুরে দেখছেন মুম্বইয়ের সব দ্রষ্টব্য। তাই 'গেটওয়ে অফ ইন্ডিয়া'র বাইরে সপরিবারে হাসি হাসি মুখে ছবি।.

3/9

মিথিলা ও আইরা

মিথিলা ও আইরা

মেয়ে আইরাকে নিয়ে বেড়ানো এর আগে বই আকারে প্রকাশ করেছেন মিথিলা। তানজানিয়ার দ্বীপের সেই চমকপ্রদ গল্প মনে ধরেছে অনেকেরই। তাই এবারের মা-মেয়ের বেড়ানোও গল্পের বইয়ের আকারে প্রকাশ পাক, এমনটাই চাইছেন অনুরাগীরা।

4/9

সৃজিত, পরিবার ও খাওয়াদাওয়া

সৃজিত, পরিবার ও খাওয়াদাওয়া

সারাদিন ঘোরাঘুরির ফাঁকে খাওয়াদাওয়াটাও তো জরুরি। বিশেষত, য়ে ট্রিপে সৃজিত স্বয়ং আছেন। পরিচালকের জ্ঞানের ঝুলিতে সবার আগে জায়গা পায় খাওয়া-দাওয়া। এহেন 'ফুডি' সডজিতবাবু যে সেরা রেস্তোরাঁয় নিয়ে যাবেন পরিবারকে তাতে আর নতুনত্ব কী!

5/9

চোখের মণি আইরা

চোখের মণি আইরা

রেস্তোরাঁয় আব্বুর কাঁধে আইরা। সৃজিতের চোখের মণি, হৃদস্পন্দন।  এমন ছবিতে লাইকের সংখ্যাও প্রচুর।

6/9

সঙ্গে ভাগ্নী স্পন্দনা

সঙ্গে ভাগ্নী স্পন্দনা

সৃজিতের এই ছোট্ট ট্রিপে সঙ্গী ভাগ্নী স্পন্দনাও। কৃতী ছাত্রী স্পন্দনাকে নিয়ে মামা সৃজিতের গর্বের শেষ নেই।

7/9

'কাজিন গোলস'

'কাজিন গোলস'

দুই তুতো বোনে ভাব জমেছে বেশ। খাবার টেবিলে দারুণ খুশি আইরা।

8/9

সমুদ্র সৈকতে লাঞ্চ

সমুদ্র সৈকতে লাঞ্চ

সমুদ্র সৈকতে মধ্য়াহ্ণভোজনের মেনু কী? ব়্যাজবেরি রাইনোসেরসের জিভে জল আনা খাবারের ছবি পোস্ট করলেন মিথিলা।

9/9

'ইয়ে হ্যায় বম্বে মেরি জান'

'ইয়ে হ্যায় বম্বে মেরি জান'

পড়শি দেশের মেয়ে মিথিলা। ভারতে এলেও ভালো করে ঘুরে দেখা হয় নি মুম্বই শহর। কিন্তু ছোট থেকেই শুনে বড় হয়েছেন সিআই ডি ছবির গান। তাই মুম্বইয়ের সমুদ্র সৈকত হোক বা গেটওয়ে অফ ইন্ডিয়া, মাড আইল্য়ান্ড হোক বা বান্দ্রা, মিথিলার কলমে উঠে এল পুরনো বম্বেই।