শহর জুড়ে ছয়লাপ বাংলা ভাষা সচেতনতার ফ্লেক্স, তুঙ্গে রাজনৈতিক তরজা

Oct 19, 2019, 10:36 AM IST
1/6

নাগেরবাজার থেকে দমদম, যাতায়াতের পথে কলকাতার বেশ কিছু জায়গায়তেই চোখে পড়ছে এক পোস্টার। 

2/6

পোস্টারে মূলত বোঝানো হয়েছে বাংলা ভাষা বিপন্ন, তাকে বিকৃত না করে বাঙালির মাতৃভাষাকে শক্তিশালি করতে হবে।

3/6

বাঙালি, অবাঙালির ভাষা নিয়ে লেখা পোস্টার। সাদা এবং মেরুন রঙে ছাপানো ফ্লেক্স।  তাতে কোথাও লেখা 'পরাঠা থেকে পরোটা ভাল'। কোথাও বা 'সওরভ থেকে সৌরভ ভা'। কোথাও আবার লেখা 'বঙ্গাল থেকে বাংলা ভাল'।

4/6

তবে কারা এই পোস্টার ছড়িয়েছেন তা এখনও স্পষ্ট না হলেও জানা যাচ্ছে, 'বাংলা ' পক্ষ বলে বাঙালি সংগঠনের তরফ থেকে ভাষা সচেতনতার জন্য এই পোস্টার লাগানো হয়েছে।

5/6

যদিও বিজেপির অভিযোগ, নির্বাচনে ভরাডুবির পর ভাষাকে হাতিয়ার করে বাঙালি-অবাঙালির মধ্যে বিভেদের চেষ্টা করা হচ্ছে। রাজনীতির ময়দানে ভাষাকে নিয়ে এসে জিততে চাইছে তৃণমূল।

6/6

তবে সত্যিই রাজনৈতিক স্বার্থ নাকি অন্য কোনও কারণে তা এখনও স্পষ্ট না হলেও, এই ফ্লেক্স নজর কেড়েছে সকলেরই।