নববর্ষে বৈশাখী সাজে Anirban Bhattacharya

Apr 15, 2021, 18:12 PM IST
1/6

১৪২৭ শেষে, আমরা বাঙালিরা এবার ১৪২৮-এর পথে। তবুও করোনার চোঙরাঙানিতে এবারও ১লা বৈশাখ উদযাপন যেন ম্রিয়মাণ। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই নববর্ষ উদযাপন করছে বাঙালি। তবে নববর্ষের সঙ্গেই এসে যায় বৈশাখী সাজের প্রসঙ্গ। 

2/6

বৈশাখী সাজে মেয়েদের সঙ্গে পিছিয়ে নেই ছেলেরাও। বৈশাখী উৎসবে ছেলেদের কাছে পাঞ্জাবির কদর যেমন রয়েছে, তেমনি আরামদায়ক হওয়ায় ফতুয়া, টি-শার্ট, হাফশার্ট বেশ জনপ্রিয়।  

3/6

তবে পোশাক যেটাই হোক না কেন, তাতে থাকা চাই বাঙালিয়ানার ছোঁয়া। সুতির টি-শার্টে অনির্বাণের এই পোশাক বৈশাখী সাজ হিসাবে এক্কেবারে পারফেক্ট। 

4/6

গরমের কথা মাথায় রেখে সুতি, তসর, জামেবার, ভয়েল, সিল্ক, মসলিন সহ বিভিন্ন কাপড়ের পঞ্জাবি, কিংবা হাফ শার্ট পরা যেতেই পারে।  

5/6

পাঞ্জাবির সঙ্গে কেউ মানানসই চোস্তা, কেউ আবার কমফোর্টের কথা মাথায় রেখে জিন্সের উপরও পাঞ্জাবি পরতে পারেন। 

6/6

তবে করোনার প্রকোপের কথা মাথায় রেখে বৈশাখী সাজে মাস্ক কিন্তু মাস্ট।