Poila Baishakh 2024: ক'দিন পরেই নববর্ষ, স্পেশাল মেনু নিয়ে হাজির কলকাতার এই রেস্তোরাঁ...

Poila Baishakh 2024: আর হাতে গোনা দিন বাকি পয়লা বৈশাখের। বাঙালিদের উৎসব মানেই খাওয়া-দাওয়া। কলকাতার মাঝেই অবস্থিত ট্যামারিন্ড রেস্টুরেন্ট। পয়লা বৈশাখে উপলক্ষে এই রেঁস্তোরা নিয়ে হাজির হয়েছে বিশেষ থালি।

Apr 08, 2024, 20:50 PM IST
1/6

ট্যামারিন্ড রেস্তোরাঁ

ট্যামারিন্ড রেস্তোরাঁ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর হাতে গোনা দিন বাকি পয়লা বৈশাখের। বাঙালিদের উৎসব মানেই খাওয়া-দাওয়া। কলকাতার মাঝেই অবস্থিত ট্যামারিন্ড রেস্টুরেন্ট। পয়লা বৈশাখে উপলক্ষে এই রেস্তোরাঁ নিয়ে হাজির হয়েছে বিশেষ থালি।

2/6

ট্যামারিন্ড রেস্তোরাঁ

ট্যামারিন্ড রেস্তোরাঁ

এবছরে পয়লা বৈশাখ এবং বিষু বৈশাখীর ঐতিহ্যকে একত্রিত করে ট্যামারিন্ড রেস্টুরেন্ট তাদের মেনুতে বিশেষ থালি সংযোজন করেছে। 

3/6

ট্যামারিন্ড রেস্তোরাঁ

ট্যামারিন্ড রেস্তোরাঁ

ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ানদের বিভিন্ন স্বাদের থালি আছে।  

4/6

ট্যামারিন্ড রেস্তোরাঁ

ট্যামারিন্ড রেস্তোরাঁ

নন ভেজ মেনুতে রয়েছে- ওয়েলকাম ড্রিংক্স, দক্ষিণী ইয়েরা (চিংড়ি), চিকেন মালাই কাবাব; মেন কোর্স:  কাজু পোলাও /করিয়েন্ডার রাইস /লেমন রাইস;  কালী ডাল / অমাবত ডাল /টমেটো পাপ্পু; চানার কোফতা /মটরশুটি পোরিয়াল /ভেজ চেটিনাদ, কর্ন পলক / মালাবার পনির / পনির ভেপুডু; ভেটকি পাটুরি /তাওয়া মাছ / মীন মসলা;  ভুনা গোষ্ট /মাটন স্টু স্টাফড কুলচা /অপ্পাম / মালাবার পরাঠা; পক্ষ: কাঞ্চা আমের চাটনি +ফ্রাইড পাপড় + সবুজ সালাদ; ডেজার্ট: আম রাবরি, বেবিনকা সহ মালপুয়া।

5/6

ট্যামারিন্ড রেস্তোরাঁ

ট্যামারিন্ড রেস্তোরাঁ

বিশেষ থালি মেনুটি নস্টালজিয়া এবং উদযাপনের অনুভূতি জাগানোর জন্য ডিজাইন করা হয়েছে।  

6/6

ট্যামারিন্ড রেস্তোরাঁ

ট্যামারিন্ড রেস্তোরাঁ

ঠিকানা: ১৭৭, শরৎ বোস রোড, কলকাতা (দেশপ্রিয় পার্কের উল্টোদিকে)। একজনের জন্য খাবার: ৭০০+জিএসটি ৫%; নন-ভেজ থালি ৮৫০+জিএসটি ৫%।