অভিনেত্রীর ভদ্রেশ্বরের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আইবুড়ো ভাত খেলেন লাবনী।
4/10
অভিনেত্রীর হবু বর পেশায় WBCS এক্সিকিউটিভ। তবে হবু বরের নাম এখনই প্রকাশ্যে আনতে চাননি লাবনী।
5/10
লাবনীর কথায়, তাঁর কাছে বিয়েটা বরাবরই একটা স্বপ্ন। নিজের বিয়েতে মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ, সমস্ত অনুষ্ঠানই আলাদা আলাদা করে জাঁকজমকের সঙ্গে করতে চেয়েছিলেন। আর সেইভাবেই বিয়েটা হচ্ছে।
6/10
তবে করোনা আবহে বিয়েতে বেশি লোকজনকে আমন্ত্রণ জানাতে পারছেন না, সেটাই অভিনেত্রীর কাছে খারাপ লাগার জায়গা। শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই লাবনীর বিয়ের সমস্ত অনুষ্ঠান হচ্ছে।
7/10
মঙ্গলবারই ছিল অভিনেত্রী লাবনী ভট্টাচার্যের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান।
8/10
নিজের বিয়ের 'সঙ্গীত' জমিয়ে নাচতে দেখা গেল লাবনী ভট্টাচার্যকে।
9/10
প্রসঙ্গত, লাবনীকে 'জয়বাবা লোকনাথ' ছাড়াও 'দ্বীপ জ্বেলে যাই', 'কে আপন কে পর', 'ভালোবাসা ভালোবাসা', 'ছদ্মবেশী' সহ একাধিক ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি, 'হইচই'-এর ওয়েব সিরিজ 'বউ কেন সাইকো'তেও কাজ করেছেন তিনি।
10/10
লাবনী ভট্টাচার্যের বিয়ে হচ্ছে নিউটাউনে। বিয়ের পর তিনি পাকাপাকিভাবে কলকাতাবাসী হয়ে যাবেন। বিয়ের পরও অভিনয়টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন লাবনী।