UPSC | Tamali Saha | IFS: মাত্র ২৩-এ প্রথমবারেই UPSC-তে সফল! কিন্তু বাঙালি মেয়ে IAS না হয়ে হলেন...

Tamali Saha IFS: কলেজের সময় থেকেই UPSC-তে সফল হওয়াই ছিল একমাত্র স্বপ্ন, একমাত্র পাখির চোখ।

Sep 18, 2024, 22:22 PM IST
1/8

বঙ্গকন্যার সাফল্য

Tamali Saha IFS

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ২৩ বছর বয়সে প্রথম প্রচেষ্টাতেই UPSC-তে সফল।   

2/8

বঙ্গকন্যার সাফল্য

Tamali Saha IFS

কিন্তু যেখানে IAS হওয়ার কথা ছিল তাঁর, তা না হয়ে বাংলার মেয়ে বেছে নিলেন ভিন্ন পথ।  

3/8

বঙ্গকন্যার সাফল্য

Tamali Saha IFS

জুওলজি নিয়ে স্নাতক তমালি সাহা ২০২১ সালে প্রথমবার UPSC-তে বসেই সফল হন।   

4/8

বঙ্গকন্যার সাফল্য

Tamali Saha IFS

লিখিত পরীক্ষায় ১৪০০-র মধ্যে তমালি পান ৬১২ নম্বর। আর পার্সোনালিটি টেস্টে ৩০০-র মধ্যে পান ১৯৫ নম্বর।   

5/8

বঙ্গকন্যার সাফল্য

Tamali Saha IFS

মানে সব মিলিয়ে মোট ১৭০০-তে ৮৯৭। সর্বভারতীয় স্তরে ৯৪ স্থান অর্জন করেন তিনি।  

6/8

বঙ্গকন্যার সাফল্য

Tamali Saha IFS

Ranking অনুযায়ী IAS-এ যোগ দেওয়া তাঁর কাছে কোনও বাধা-ই ছিল না, কিন্তু এ মেয়ে একটু ব্যতিক্রমী।  

7/8

বঙ্গকন্যার সাফল্য

Tamali Saha IFS

IAS-এর বদলে IFS (Indian Forest Service)-কে বেছে নেন উত্তর ২৪ পরগনার মেয়ে তমালি সাহা।  

8/8

বঙ্গকন্যার সাফল্য

Tamali Saha IFS

কলেজের সময় থেকেই UPSC-তে সফল হওয়াই ছিল তাঁর একমাত্র টার্গেট।