High Salary: মাসে ৭ লাখ টাকা বেতন! খরচ করবেন কীভাবে? দিশেহারা দম্পতি চাইলেন পরামর্শ...

7 lakhs rupee salary: মাসে সাড়ে ৩ লাখ টাকা খরচ করার পরেও উদ্বৃত্ত মোটা টাকা...

Jun 26, 2024, 18:41 PM IST
1/7

৭ লাখ টাকা বেতন দম্পতির!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী-স্ত্রী দুজনেরই বয়স ৩০ বছর। বেঙ্গালুরুতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন যুগলে।  

2/7

৭ লাখ টাকা বেতন দম্পতির!

স্বামী-স্ত্রী দুজনেই মোটা মাইনের চাকরি করেন। স্বামী-স্ত্রীর দুজনের মাসে মিলিত আয় ৭ লাখ টাকারও বেশি।  

3/7

৭ লাখ টাকা বেতন দম্পতির!

সঙ্গে বার্ষিক বোনাসও আছে। কিন্তু এত টাকা কীভাবে খরচ করবেন, তা ভেবেই দিশাহারা দম্পতি।   

4/7

৭ লাখ টাকা বেতন দম্পতির!

তাই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরামর্শ চাইলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টটি।  

5/7

৭ লাখ টাকা বেতন দম্পতির!

মাসের বেতন থেকে প্রতি মাসে তাঁরা ২ লাখ টাকা মিউচুয়াল ফান্ডে রাখেন। এছাড়া মাসিক খরচ প্রায় দেড় লাখ টাকার মতো।   

6/7

৭ লাখ টাকা বেতন দম্পতির!

বেঙ্গালুরুতে একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। দামী গাড়িতে চড়েন। যখন যা ইচ্ছে হয়, কিনে ফেলেন।   

7/7

৭ লাখ টাকা বেতন দম্পতির!

কিন্তু তারপরেও সন্তানহীন ওই দম্পতির মাসিক উপার্জনের একটি বড় অংশ-ই থেকে যায় অব্যবহৃত।