'উত্তরপ্রদেশে দুই যুবরাজের যে দশা হয়েছিল বিহার ভোটেও যুবরাজদের একই পরিণতি হবে'

Nov 01, 2020, 15:30 PM IST
1/5

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারের উত্তাপ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি সমস্তিপুর, মোতিহারিতে বিজেপির প্রচারসভায় যোগ দেন তিনি।  তেজস্বী যাদবকে নিশানা করতে গিয়ে তিনি নাম না করে টেনে আনেন অখিলেশ যাদব ও রাহুল গান্ধীর প্রসঙ্গ।  

2/5

উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির জয়ের কথা মনে করিয়ে দিয়ে মোদী বলেন, উত্তরপ্রদেশে দুই যুবরাজের বিরুদ্ধে জয়ী হয়েছিল বিজেপি। আর এখন বিহারেও মসনদের জন্য লড়াই করছেন এক যুবরাজ। প্রসঙ্গত, গত সপ্তাহে এক সভাতে মোদী তেজস্বী যাদবকে জঙ্গলরাজের যুবরাজ বলে আখ্যা দেন।

3/5

তিন থেকে চার বছর আগে উত্তরপ্রদেশে যখন নির্বাচন হচ্ছিল তখন দুই রাজকুমার বাসের ওপর থেকে মানুষের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। তাদের ঘরে ফেরত পাঠিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের মানুষ। বলেন মোদী।

4/5

মোদী কটাক্ষ, সেই সময়কার এক রাজকুমার এবার বিহারের জঙ্গলরাজের যুবরাজের সঙ্গে জোট বেঁধেছে। উত্তরপ্রদেশের মতো এই যুবরাজও পরাজিত হবে।

5/5

বর্তমানে বিহারের ডাবল ইঞ্জিনের শাসন চলছে। আর অন্যদিকে, দুই যুবরাজ। এদের একজন জঙ্গলরাজের যুবরাজ।