Bihar Election Results 2020: ত্রিশঙ্কু বিহার? কিংমেকার কেন্দ্রে BJP-র সঙ্গী চিরাগ?

Nov 10, 2020, 10:25 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বিহার কি ত্রিশঙ্কু হওয়ার পথে? আর সেক্ষেত্রে কি কিংমেকার হবেন কেন্দ্রে এনডিএ-র সঙ্গী চিরাগ পাসোয়ান? 

2/5

বিহারে এই মুহূর্তে চলছে জোর টক্কর। ১১৩টি আসনে এগিয়ে মহাজোট। এনডিএ এগিয়ে ১১২টি আসনে। 

3/5

২৪৩টি আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এখনও পর্যন্ত ভোটপ্রবণতায় কোনও দলই সেই সংখ্যায় পৌঁছতে পারেনি। 

4/5

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, ১৬১টি আসনের মধ্যে এনডিএ গিয়ে ৮১টিতে। ৭৫টি আসনে এগিয়ে আরজেডি। 

5/5

ম্যাজিক ফিগারে কোনও দলই পৌঁছতে না পারলে কী হবে? সেক্ষেত্রে কিংমেকার হতে চলেছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। কেন্দ্রে তিনি বিজেপির জোটসঙ্গী। তবে রাজ্যে নীতীশ কুমারের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে এলজেপি।