রাহুল গান্ধীর সম্পত্তি ৫৫ লক্ষ থেকে বেড়ে ৯ কোটি, দাবি বিজেপির
Mar 23, 2019, 18:59 PM IST
1/5
রাহুল গান্ধীর সম্পত্তি ৫৫ লক্ষ টাকা থেকে বেড়ে হয়ে গিয়েছে ৯ কোটি টাকা। শনিবার এমন অভিযোগ করল বিজেপি। বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদের প্রশ্ন, আমরা জানতে চাই ওনার উন্নতির মডেলটা কী?
2/5
রবিশঙ্করের কটাক্ষ, এখনও পর্যন্ত বঢরা উন্নতি মডেল চাক্ষুষ করেছি আমরা। এই মডেলে ৬-৭ লক্ষ টাকা বিনিয়োগ করলে তিন বছরে পরিণত হয় ৭০০ থেকে ৮০০ কোটি টাকা। এবার রাহুল গান্ধীর মডেলের ব্যাপারে জানতে পেরেছি।
photos
TRENDING NOW
3/5
রবিশঙ্কর প্রসাদের দাবি, ২০০৪ সালে নির্বাচনী হলফনামায় ৫৫ লক্ষ ৩৮ হাজার ১২৩ টাকার সম্পত্তি ঘোষণা করেছিলেন রাহুল। ২০০৯ সালে তা বেড়ে হয়েছে ২ কোটি। আর ৯ কোটি টাকা হয়েছে ২০১৪ সালের হলফনামায়।
4/5
রাহুল গান্ধী তো সাংসদ হিসেবে বেতন পান। তাঁর বর্ধিত সম্পত্তির উত্স কী? প্রশ্ন করেছে বিজেপি।
5/5
একইসঙ্গে রবিশঙ্কর প্রসাদ মনে করিয়ে দেন, গুজরাট থেকে দিল্লি আসার সময় নিজের বেতনের সঞ্চিত ২১ লক্ষ টাকা কেরানিদের কর্মীদের সন্তানদের দিয়ে এসেছিলেন মোদী। একদিকে সততার নজির, আর অন্য দিকে বিনা আয়েও ৫৫ লক্ষের সম্পত্তি বেড়ে হল ৯ কোটি টাকা।