মমতার পাল্টা মিছিল দিলীপদের, কলকাতার বুকে তৃণমূলকে চোখ রাঙাচ্ছে বিজেপি

Mar 04, 2019, 19:10 PM IST
1/5

৮ তারিখ 'একসঙ্গে' কলকাতার রাস্তায় মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

2/5

৮ তারিখ নারীদিবসে মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। শ্রদ্ধানন্দ পার্ক থেকে শুরু হয়ে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

3/5

সেদিন-ই এবার পাল্টা মিছিলের ডাক দিল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির অফিস থেকে শুরু হয়ে মিছিল যাবে শ্যামবাজার মোড় পর্যন্ত। মিছিলে থাকবেন দিলীপ ঘোষ, স্মৃতি ইরানি ও লকেট চট্টোপাধ্যায়।

4/5

এদিন দিলীপ ঘোষ বলেন, স্বচ্ছ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি। তিনি অভিযোগ করেন, 'এখানে ভোট করায় পুলিস।'

5/5

স্বচ্ছ ভোটের দাবিতে রিগিংয়ে অভিযুক্ত পুলিস অফিসারদের সরানোর দাবি জানান তিনি। বলেন, আগের নির্বাচনে যে সকল অফিসার রিগিংয়ে সাহায্য করেছেন, তাঁদের  বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে।