2/9
photos
TRENDING NOW
3/9
4/9
5/9
6/9
পাশাপাশি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইসলামপুরে এবার নির্বাচনে অন্যতম ইস্যু দাঁড়িভিট কাণ্ড। গুলিতে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার নির্বাচনেও সেই ঘটনাকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে বিরোধীরা। রামনবমীতে শ্রদ্ধা জানানো হয়েছে দাঁড়িভিট হাইস্কুলে সংঘর্ষে মৃত রাজেশ সরকার ও তাপস বর্মণকেও।
7/9
8/9
শুধু তাই নয়, মানুষ চাইলে অস্ত্র নিয়েই মিছিল করার কথা জানান বিজেপি প্রার্থী। তাঁর যুক্তি, "আমাদের ঠাকুরের হাতে ত্রিশূল থাকে। তাহলে ভক্তরা কেন নেবে না? মানুষ চাইলে কেন হবে না?" প্রসঙ্গত, কোথাও কোনও অস্ত্র মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। একইসঙ্গে ইসলামপুরের নাম বদলে 'ঈশ্বরপুর' করাও এলাকাবাসীর দাবি বলে জানিয়েছেন দেবশ্রী চৌধুরী।
9/9
photos