পুরভোটের আগে বিজেপির গোষ্ঠীকোন্দল, রাজ্য অফিসের বাইরে বিক্ষোভ

Feb 13, 2020, 16:47 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: পুরভোটের আগে আরও একবার মাথাচাড়া দিল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরের বাইরে দক্ষিণ শহরতলির সভাপতিকে সরানোর দাবিতে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।

2/5

কলকাতা দক্ষিণ শহরতলির জেলা সভাপতি সোমনাথ বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, নিজের ইচ্ছেমতো পুরসভা নির্বাচনের প্রতিনিধির নাম ঠিক করছেন সভাপতি। তাঁর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগও উঠেছেন।  

3/5

ধ্রুব বসু নামে এক বিজেপি কর্মী বলেন,''কাউন্সিলর প্রার্থী বেছে নিয়েছেন সভাপতি। উনি দুর্নীতিগ্রস্ত। মণ্ডলে মণ্ডলে না ঘুরে বাড়িতে বসে থাকেন। কারও সঙ্গে কথা বলেন না। কর্মীরা যখন মার খেয়ে হাসপাতালে ভর্তি হন, সেখানেও দেখতে যান না। তৃণমূলের পুলিস মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। অথচ সভাপতির হেলদোল নেই। তৃণমূলের সঙ্গে ওনার আঁতাঁত রয়েছে।''

4/5

বিক্ষোভ সামাল দিতে কয়েকজন ভিতরে ডাকা হয়। তাঁদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতারা।   

5/5

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়।