বিধানসভায় শপথ বয়কটের ঘোষণা তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক রাজা সিংয়ের

Jan 06, 2019, 19:57 PM IST
1/9

বিধানসভায় বিধায়ক হিসেবে শপথগ্রহণে আপত্তি জানিয়ে ফের শিরোনামে তেলেঙ্গানায় বিজেপির হিন্দুত্বাবাদী নেতা রাজা সিং। 

2/9

১৭ জানুয়ারি তেলেঙ্গানার নতুন বিধানসভার বিধায়কদের শপথগ্রহণ। কিন্তু ওই অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছেন তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক রাজা সিং। 

3/9

প্রসঙ্গত, রাজা সিংয়ের নামে ঝুলে রয়েছে ৪৩টি মামলা। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। 

4/9

রবিবার তিনি জানিয়েছেন, প্রোটেম স্পিকার এআইএমআইএম বিধায়ক মুমতাজ আহমেদ খানের কাছ থেকে শপথবাক্য পাঠ করবেন না তিনি। কিন্তু কেন? 

5/9

রাজা সিংয়ের যুক্তি, এআইএমআইএম হিন্দুবিরোধী। ওরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে। হিন্দুদের ধ্বংস করতে চায়।   

6/9

রাজা সিং বলেন,''নিজামের ভক্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও এআইএমআইএম মিলে মুমতাজ আহমেদ খানকে প্রোটেম স্পিকার নির্বাচন করেছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে অন্যরা যেতে পারেন, তবে আমি যাচ্ছি না''। 

7/9

তাঁর আরও দাবি, এআইএমআইএম হিন্দুদের বিরুদ্ধে কথা বলে। ওদের নেতারা 'বন্দে মাতরম' বা 'ভারত মাতা কি জয়' বলেন না।   

8/9

একইসঙ্গে রাজা সিং জানিয়েছেন, শপথগ্রহণ এড়াতে আইনি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন তিনি।   

9/9

রাজা সিংয়ের ঘোষণা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি এআইএমআইএমের মুখপাত্র।