বিজেপির স্বাক্ষর সংগ্রহের শিবিরে হামলা, অভিযোগের নিশানায় তৃণমূল

Aug 16, 2019, 15:38 PM IST
1/6

বিজেপি সদস্য়দের ওপর ফের হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। 

2/6

এবার ঘটনাস্থল রাসবিহারী অ্যাভিনিউ। জানা গিয়েছেন, শুক্রবার সকালে দক্ষিণ শাখার সদস্যপদের জন্য স্বাক্ষর সংগ্রহ করছিল গেরুয়াশিবির।

3/6

অভিযোগ, রাসবিহারী অ্যাভিনিউ মোড়ে চেয়ার পেতে স্বাক্ষর সংগ্রহের কাজ চলাকলীনই তাঁদের ওপর চড়াও হয় প্রায় ৯-১০ জন দুষ্কৃতী।

4/6

বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর মালা রায়ের অনুগামীরাই তাঁদের ওপর হামলা করেছে। ভাঙচুর করা হয় চেয়ারও। যদিও হামলার সময় কোনও দলীয় পতাকা চোখে পড়েনি।

5/6

বিজেপিদের আরও অভিযোগ, এর আগেও একাধিকবার তাঁদের ওপর হামলা চালিয়েছে তৃণমূলের সদস্যরা। 

6/6

এরপরই টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপির সদস্য়রা। প্রতিবাদে, থানার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান  তাঁরা, স্লোগানও চলে কিছুক্ষণ।