নাগরিকপঞ্জির পর জম্মু-কাশ্মীরের এই বিশেষ সুবিধা প্রত্যাহার হচ্ছে?
Aug 05, 2018, 14:46 PM IST
1/7
35a
অসমে নাগরিকপঞ্জির পর এবার কি জম্মু-কাশ্মীরে বিলোপ পেতে চলেছে অনুচ্ছেদ ৩৫এ? সংবিধানের এই অনুচ্ছেদ নিয়ে আলোচনা চাইল বিজেপি।
2/7
sunil
বিজেপির মুখপাত্র সুনীল শেট্টির কথায়, ''অনুচ্ছেদ ৩৫এ নিয়ে সব বিরোধী দলের সঙ্গে আলোচনায় রাজি তারা। সকলের মতামত চাইছি''। এনসি ও কংগ্রেসকে নিশানা করে সুনীলবাবু বলেন, ''অনুচ্ছেদ ৩৫এ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা। এই অনুচ্ছেদ বিলোপ করলে এখানকার বাসিন্দারাই লাভবান হবেন''।
photos
TRENDING NOW
3/7
sc1
অনুচ্ছেদ ৩৫এ বিলোপের আর্জিতে সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা করেছে আরএসএস ঘেঁষা স্বেচ্ছাসেবী সংস্থা'We the Citizens'।
4/7
sc
সোমবার সুপ্রিম কোর্টে অনুচ্ছেদ ৩৫এ নিয়ে শুনানি। এই অনুচ্ছেদ বলবত্ রাখার দাবিতে উপত্যকায় শুরু হয়েছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতে শুনানির পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা।
5/7
jk3
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে রাজ্যে আসন্ন পঞ্চায়েত, পুরসভা নির্বাচনের আগে অনুচ্ছেদ ৩৫এ নিয়ে শুনানি হলে আইনশৃঙ্খলা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে রাজভবন।
6/7
jk2
অনুচ্ছেদ ৩৫এ অনুযায়ী, রাজ্যের বাইরের লোক জম্মু-কাশ্মীরে স্থাবর সম্পত্তি কিনতে পারবেন না। অর্থাত্ ভারতের অন্য কোনও প্রান্তের বাসিন্দার জমি-বাড়ি কেনার অধিকার নেই।