এক লক্ষ ‘আয়ুষ্মান মিত্র’ নিয়োগ করছে কেন্দ্র

Aug 05, 2018, 14:42 PM IST
1/11

Ayushman_1

Ayushman_1

২০১৮-র সাধারণ বাজেটে বিশ্বের সবচেয়ে বড় সরকারি ‘স্বাস্থ্য বিমা’ প্রকল্পের ঘোষণা করে মোদী সরকার। নাম, আয়ুষ্মান ভারত যোজনা।

2/11

Ayushman_2

Ayushman_2

আয়ুষ্মান ভারত-ন্যাশনাল হেল্থ প্রোটেকশন (এবিএনএইচ-পিএম) প্রকল্পকে বাস্তাবায়িত করতে এক লক্ষ লোক নিয়োগ করবে কেন্দ্র। 

3/11

Ayushman_3

Ayushman_3

জানা যাচ্ছে, সরকারি এবং বেসরকারি হাসপাতালে তাঁদের ‘আয়ুষ্মান মিত্র’ হিসাবে নিয়োগ করা হবে। এই জীবন বিমা আওতায় পড়া রোগীর পরিবারকে সহযোগিতা করবেন তাঁরা।

4/11

Ayushman_4

Ayushman_4

সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকা পেতে ফর্ম ভর্তি, তথ্য সংগ্রহ করা থেকে বিমার নানা নিয়ম সম্পর্কে সহযোগিতা করবে ‘আয়ুষ্মান মিত্র’রা। 

5/11

Ayushman_5

Ayushman_5

যে সব হাসপাতাল এবিএনএইচ-পিএম-র অন্তর্ভুক্ত সেখানে আয়ুষ্মান মিত্রদের নিযুক্ত করা হবে। 

6/11

Ayushman_6

Ayushman_6

জানা যাচ্ছে, এক লক্ষ লোক নিয়োগ করতে ইতিমধ্যে স্কিল ডেভালপমেন্টের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে স্বাস্থ্য মন্ত্রক।  

7/11

Ayushman_7

Ayushman_7

সূত্রে খবর, এই প্রকল্প দেশের প্রান্তিক দারিদ্র পরিবারদের আওতায় আনতে সোসিও ইকনমিক কাস্ট সেনসাস (এসইসিসি) তথ্য ভাণ্ডার থেকে ৮০ শতাংশ উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়ে গিয়েছে।

8/11

Ayushman_8

Ayushman_8

প্রকল্পের অন্তর্ভুক্ত উপভোক্তাদের কিউআর কোড-সহ একটি চিঠি দেওয়া হবে। সেই কোডের ভিতর থাকবে ওই ব্যক্তির যাবতীয় তথ্যাদি।

9/11

Ayushman_9

Ayushman_9

আয়ুষ্মান ভারত যোজনায় সব হাসপাতালকে আওতায় আসতে হবে, এমন বাধ্যবাধকতা নেই বলে জানা যাচ্ছে।

10/11

Ayushman_10

Ayushman_10

কমপক্ষে ১০টি আসন সংখ্যা থাকলেই ওই হাসপাতাল আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত হতে পারে।

11/11

Ayushman_11

Ayushman_11

উল্লেখ্য এই প্রকল্পে দেশের ১০ কোটি গরিব পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার খরচ দেবে কেন্দ্র।