Bonny-Saurav: এবার বনির মুখোমুখি সৌরভ, ‘সবার সঙ্গে ভালো সম্পর্ক’, দাবি অভিনেতার...

Mar 25, 2023, 21:07 PM IST
1/5

কলকাতা সুপার ৫০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেলেব্রিটি "কলকাতা সুপার ৫০" ক্রিকেট টুর্নামেন্টে এবার তারকার মেলা। শহরের এক নামী পাবে হয়ে গেল জার্সি লঞ্চ অনুষ্ঠান। এবছরে তৃতীয় ইনিংসে পা দিল "কলকাতা সুপার ৫০"।  

2/5

কলকাতা সুপার ৫০

অনুষ্ঠানে উপস্থিত ছিল অভিনেতা বনি সেনগুপ্ত, সৌরভ দাস, সতদীপ সাহা, পরিচালক সৌম্যজিত আদক, অংশু বাচ প্রমুখ।আগামী রবিবার অনুষ্ঠিত হবে "কলকাতা সুপার ৫০" এর ফাইনাল খেলা।  

3/5

কলকাতা সুপার ৫০

অংশু বাচ ও শিভাস ক্রিয়েশন এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। অভিনেতা অংশু বাচ জানান "আমাদের এই প্রয়াস এই বছর তিন বছরে পা দিল সবার আশীর্বাদে। অনেক নামী অভিনেতা, পরিচালক খেলছেন এই বছর। সবাইকে অসংখ্য ধন্যবাদ’।  

4/5

কলকাতা সুপার ৫০

অভিনেতা অংশু বাচ জানান, ‘সব মিলিয়ে এই বছর আটটা টিম খেলছে, যাদের জার্সি লঞ্চ হল আজ। আমাদের সঙ্গে এই বছর আছেন ফরমার ইন্ডিয়ান টিম প্লেয়ার প্রিয়াঙ্কা রায়। রবিবারের ফাইনাল খেলার জন্য সমস্ত টিমকে শুভেচ্ছা’।    

5/5

কলকাতা সুপার ৫০

অভিনেতা বনি সেনগুপ্ত জানান "খেলাধুলা শরীরচর্চা এর একটা অন্যতম মাধ্যম। এখানে অনেকে খেলছে, সবার সঙ্গে সম্পর্ক সবার খুব ভালো। আরো সুদূর হবে এই খেলার মাধ্যেমে"।