Jalpaiguri: গাছেদের বিয়ে! গায়ে হলুদ-কন্যাদান, এ এক আশ্চর্য বিবাহ অভিযান...
Tree Wedding: মাল ব্লক বীজ খামার চত্বরে পাশাপাশি অবস্থান করছে বট ও পাকুড়গাছ। হিন্দু রীতি আচার মেনে এদিন বিয়ের আয়োজন করা হয়।
1/7
বট-পাকুড়ের বিয়ে
2/7
বট-পাকুড়ের বিয়ে
এবারে বিয়ের আসরে আস্ত দুই গাছ। বট ও পাকুড় গাছের বিয়ের আয়োজন করল এলাকাবাসী। মালবাজার শহরের পাল পাড়ায় অবস্থিত কৃষিবিভাগের ব্লক বীজ খামারের ভেতরে থাকা বট ও পাকুড় গাছের বিয়ে দিলেন এলাকাবাসী। বিয়ে দেখতে ভিড় জমালেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে অনেকেই। একেবারে হিন্দু শাস্ত্রমতে অনুষ্ঠিত হয় বট ও পাকুর গাছের বিয়ে। শাস্ত্রে বর্ণিত আছে ধর্মবৃক্ষ বট ও পাকুড়ের বিবাহ দর্শন মাত্রই মঙ্গল'- এজন্য তাদের বিয়ের আয়োজন করা হয়।
photos
TRENDING NOW
3/7
বট-পাকুড়ের বিয়ে
4/7
বট-পাকুড়ের বিয়ে
5/7
বট-পাকুড়ের বিয়ে
6/7
বট-পাকুড়ের বিয়ে
কনে গাছের পক্ষে (পাকুড় ) কন্যাদান করেন মায়া বারুই। অপরদিকে বট গাছের পক্ষে ছিলেন সীমা বিশ্বাস। প্রসঙ্গত উভয়ই জানালেন, মনস্কামনা পূরণের লক্ষ্যে আজকের এই বট ও পাকুড়ের বিয়ের আয়োজন। .এদিনের এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বরযাত্রী ও কন্যা যাত্রীর আগমন ঘটেছিল। এলাকার বাসিন্দাদের মধ্যে শংকরী বণিক, ছবি বণিক,ছায়া পাল, রুমি অধিকারী বণিক, কমল দত্ত প্রমুখ উপস্থিত হয়েছিলেন।
7/7
বট-পাকুড়ের বিয়ে
photos