1/8
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
5/8
বিধানচন্দ্র রায় ১৯২৩ খ্রিস্টাব্দে দেশবন্ধুর কাছে রাজনৈতিক দীক্ষা লাভ করেন। কিছুদিনের মধ্যে আইন সভার সদস্য নির্বাচিত হন। মহাত্মা গান্ধীর ডাকে কংগ্রেসে যোগদান করেন। ১৯৩১ খ্রিস্টাব্দে কারাবরণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর উত্তরপ্রদেশের রাজ্যপাল হওয়ার জন্য তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছ থেকে প্রস্তাব পান। সবিনয় ফিরিয়েও দেন তা।
6/8
7/8
মুখ্যমন্ত্রিত্ব কালে বিধানচন্দ্র রায় পাঁচটি নতুন শহর প্রতিষ্ঠা করেন: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর-কল্যাণগড় ও হাবড়া। তাঁর চৌদ্দো বছরের মুখ্যমন্ত্রীত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গের প্রভূত উন্নতি হয়েছিল। যে কারণে তাঁকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। মৃত্যুর পর তাঁর সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। (তাঁর জন্ম ও মৃত্যুদিন) ১ জুলাই দিনটি সারা ভারতে 'চিকিৎসক দিবস' রূপে পালিত হয়।
8/8
photos