Bou Mela: পুজোয় ইছামতীর পারে বসে 'বউ মেলা', পুরুষরা সেখানে ঢুকলেই...

Durga Puja: শুধুমাত্র নারীদের নিয়ে এই মেলা বলে মেলাটি 'বউ মেলা' হিসাবে পরিচিত। 

| Oct 14, 2024, 19:30 PM IST
1/10

বউ মেলা

Bou Mela

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারদীয় দুর্গাপুজোর দশমীতে ইছামতি নদীর তীরে এবারও বসেছিল এক দিনের 'বউ মেলা'।

2/10

বউ মেলা

Bou Mela

নারী-শিশুসহ সব বয়সীদের উপচে পড়া ভিড় ছিল মেলায়। মেলায় পুরুষ ক্রেতার প্রবেশাধিকার নেই বললেই চলে।

3/10

বউ মেলা

Bou Mela

শুধুমাত্র নারীদের নিয়ে এই মেলা বলে মেলাটি 'বউ মেলা' হিসাবে পরিচিত। মেলা যেন হয়ে ওঠে এক সার্বজনীন বিনোদনের কেন্দ্র।

4/10

বউ মেলা

Bou Mela

মেলায় বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন বিভিন্ন এলাকা থেকে আসা নারী ব্যবসায়ীরা।

5/10

বউ মেলা

Bou Mela

মেলায় বিভিন্ন রকমের মিষ্টি থেকে শুরু করে খেলনা, চুরি, কানের দুল, আলতা, মাটির তৈরি ও বাঁশের তৈরি নানা সামগ্রী ও গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র।

6/10

বউ মেলা

Bou Mela

মেলায় চিনি ও গুড়ের নানা রকমের মিষ্টি কেনাকাটায় ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মত।

7/10

বউ মেলা

Bou Mela

এ ছাড়া মেলায় আগত সব বয়সী নারীদের স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে দেখা গিয়েছে। 

8/10

বউ মেলা

Bou Mela

এটা শুধু পুজো উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মেলা নয়। মেলাটি সার্বজনীন। মেলায় নারীদের প্রসাধনী সামগ্রী ইচ্ছেমতো ক্রয় করা যায়। 

9/10

বউ মেলা

Bou Mela

মেলা আয়োজক কমিটির সভাপতি জানান, দুর্গাপুজো উপলক্ষে একশ বছরের বেশি সময় ধরে একদিনের জন্য বসানো হয় এই মেলা। প্রতি বছর দূরদূরান্তের মানুষ এই মেলায় আনন্দ উপভোগ করতে আসেন। এ বছরও তার কোনো কমতি ছিল না।

10/10

বউ মেলা

Bou Mela

সকাল থেকে মেলা শুরু হলেও সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মেলা শেষ হয় বলে জানান তারা।