করোনা রুখতে বাউন্সার দাগা! টেরিটি বাজারে সুফল মিলল হাতেনাতে

Jul 27, 2020, 22:41 PM IST
1/6

প্রীতম দে : কথায় আছে, মশা মারতে কামান দাগা! এবার হল করোনা রুখতে বাউন্সার দাগা! ঘটনাস্থল পোদ্দার কোর্টের টেরিটি বাজার।   

2/6

করোনা রুখতে বাজারে বাউন্সার মোতায়েন করল কর্তৃপক্ষ। অবাক লাগছে শুনে? হ্যাঁ, এটাই সত্যি। বাজারে ঢুকতে বের হতে গেলে এখন মুখোমুখি হতে হচ্ছে কালো পোশাক পরিহিত দীর্ঘদেহী বাউন্সারদের। 

3/6

বাজার কর্তৃপক্ষ জানালেন, অনেক বলে-কয়ে, অনুরোধ করেও কাজ হচ্ছিল না তাই এই কড়া পদক্ষেপ নিতে হয়েছে। 

4/6

খরচ সাপেক্ষ হলেও ৪ জন বাউন্সারকে নিয়োগ করতে হয়েছে। তবে তার সুফল মিলেছে হাতেনাতে। বললেন কর্ণধার রবি জাজোডিয়া। 

5/6

তিনি বলেন, অনেক অনুরোধ করেও অনেককে আটকানো যাচ্ছিল না, সোশ্যাল ডিস্ট্যান্সিং মানছিলেন না অনেকে। 

6/6

বাউন্সার রাখার পরই মাস্ক পরা ইত্যাদি নিয়মকানুন মেনে বাজারে প্রবেশের ব্যাপার এখন অনেকটা মেনে চলছে সবাই। নিয়ম মেনে তবেই বাজারে ঢুকছেন বেরোচ্ছেন মানুষজন।