মস্তিষ্কের আকার ছোট করে দিতে পারে টানা মানসিক উদ্বেগ
Oct 25, 2018, 18:22 PM IST
1/5
S 5
টানা স্ট্রেস বা মানসিক উদ্বেগ ভয়ঙ্কর ক্ষতি করতে পারে মস্তিস্কের। এর থেকে স্মৃতিভ্রংশ ও মস্তিষ্কের আকারও ছোট হয়ে যেতে পারে। এমনটাই মনে করছেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
2/5
S 4
ওই গবেষণায় দেখা যাচ্ছে যারা বেশি স্ট্রেসের মধ্যে থাকেন তাদের দেহ বেশিমাত্রায় কর্টিজল হরমোন থাকে। এতে একই বয়সের মানুষের মানুষদের তুলনায় তার ভুলে যান অনেক বেশি।
photos
TRENDING NOW
3/5
S 3
রক্তে বেশিমাত্রায় কর্টিজল থাকলে তার মস্তিষ্কের আকার ছোট করে দেয়।
4/5
S 2
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ইকোফো চেগুই সংবাদমাধ্যমে বলেন, গবেষণার জন্য ৪০-৫০ বছরের ২০০০ জনকে পরীক্ষা করা হয়।
5/5
S 1
ওই গবেষকদলের সদস্য সুধা শেষাদ্রী বলেন, মধ্যবয়সের পরে স্মৃতিভ্রংশের ওপরে গবেষণা করতে গিয়ে দেখা যাচ্ছে যারা বেশি মানসিক উদ্বেগের মধ্যে থাকেন তার মধ্যে এই সমস্যা বেশি।