বিশ্বের সবচেয়ে দামী ওষুধ, দাম ১৮ কোটি টাকা, কোন রোগ সারায়?

Mar 10, 2021, 10:40 AM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব বাজারে সবচেয়ে দামী ওষুধ। যা অনুমোদন দিয়েছে United Kingdom's National Health Service (NHS)। যার দাম ভারতী মুদ্রায় ১৮ কোটি টাকা। 

2/8

কী রোগ সারায় এত দামী ওষুধ? জানা গিয়েছে, একেবারে নির্মূল করে দেয় বিরল জেনেটিক রোগ।  জিন থেরাপিতে কাজ করবে এই ওষুধ। যার নান জোলজেনসমা (Zolgensma)। 

3/8

প্রতি ডোজের দাম ১৮ কোটি টাকা।  সোমবার এই ওষুধ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইংল্যান্ডের NHS। 

4/8

এই ওষুধ Spinal Muscular Atrophy (SMA), গুরুতর ও বিরল জিনের রোগ, প্যারালাইসিস, দুর্বল পেশি, ইত্যাদি চিকিৎসা চালানোর সময় রোগীদের এই ওষুধ দেওয়া হবে। 

5/8

যে সমস্ত শিশুরা বা ছোট বাচ্চারা Spinal Muscular Atrophy (SMA) আক্রান্ত এবং জন্মগতভাবে তারা এই type 1 SMA তে ভুগছে তাদেরকে এই দুর্মূল্য ওষুধ দেওয়া যেতে পারে। 

6/8

Zolgensma ওষুধ প্রয়োগে বাচ্চারা ভেন্টিলেটর ছাড়া শ্বাস নিতে পারবে। হামাগুড়ি এবং হেঁটে চলা ফেরা করতে পারবে  Spinal Muscular Atrophy (SMA) আক্রান্ত শিশুরা।

7/8

National Health Service এর চিফ এক্সিকিউটিভের কথায়, নিষ্ঠুর রোগকে দূরে সরিয়ে পরিবারে খুশি নিয়ে আসবে এই ওষুধ। 

8/8

প্রসঙ্গত, এই রোগ (Spinal Muscular Atrophy (SMA) হ'ল জিনগত রোগ। যার ফলে মেরুদণ্ড এবং মস্তিস্কের স্নায়ু কোষ দুর্বল থাকে। যার ফলে কোনও ব্যক্তি তাদের পেশিগুলির গতি নিয়ন্ত্রণ করতে পারে না।