হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা! করোনায় মৃত্যু গণনার আপডেট বন্ধ রাখল এই দেশ
Jul 19, 2020, 19:51 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব জুড়েই করোনার তাণ্ডব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতর সংখ্যা। এমন অবস্থায় দৈনিক মৃত্যু গণনার আপডেট আপাতত স্থগিত রাখল ব্রিটেন।
2/5
সে দেশে সরকারি সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ড যে কোনও সংক্রমণের হিসাব রাখে। কিন্তু সরকারি ওয়েবসাইট অনুয়ায়ী মোট আক্রান্ত ও মৃতের সংখ্যায় অসঙ্গতি দেখা দিচ্ছে। আর এই অসঙ্গতির সমস্যা সমাধানের জন্যই আপাতত গণনার আপডেট বন্ধ রাখার সিদ্ধান্ত।
photos
TRENDING NOW
3/5
ইউরোপিয়ান দেশগুলির মধ্যে করোনায় বিপুল ভাবে বিধ্বস্তহয়েছে ব্রিটেন। সেখানে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। কিন্তু তথ্য ঠিক নয়, তার জন্য হিসাবে অসঙ্গতি দেখা দিচ্ছে। এমনটাই জানিয়েছে সে দেশের প্রশাসন।
4/5
স্বাস্থ্য মন্ত্রী মেট হেনকক পাবলিক হেলথ ইংল্যান্ডকে (PHE) ইতিমধ্যেই ফের তথ্য খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন।
5/5
হেনকক এ-ও জানিয়েছেন, কেউ করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর হার্ট অ্যাটাক কিংবা বাস দূর্ঘটনায় মারা গেলেও করোনার মৃত্যু হিসেবে গণনা করা হচ্ছে। এখানেই গন্ডগোল।