বড়সড় সিদ্ধান্ত বিএসএনএল-এর, কাজ হারাতে পারেন ৫৪,০০০ কর্মী

Apr 03, 2019, 16:45 PM IST
1/6

s 6

s 6

খরচ কমাতে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সংস্থার ৫৪,০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিএসএনএল বোর্ড।

2/6

S 5

S 5

কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি অবসরের বয়স কমিয়ে ৫৮ বছর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সর্বভারতীয় দৈনিক ডেকান হেরাল্ড সূত্রে খবর।

3/6

S 4

S 4

ওই প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএসএনএল বোর্ড সরকারের গড়ে দেওয়া কমিটির সুপারিশের ১০টির মধ্যে ৩টি কার্যকর করেছে।

4/6

S 3

S 3

ওই বিপুল সংখ্যক কর্মীদের ভিআরএস বা স্বেচ্ছা অবসরের সুযোগ দেওয়া হবে। ৫০ বছরের উর্ধ্বে কর্মীদের ক্ষেত্রে নিয়ম লাগু হবে।

5/6

S 2

S 2

অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৮ করা হলে সংস্থার ৩৩,৫৬৮ কর্মী কম হবে। এতে বাঁচবে ১৩,৮৯৫ কোটি টাকা।

6/6

s 1

s 1

কর্মীদের বিপুল টাকা বেতন বাকী রয়েছে। ফলে প্রবল চাপে রয়েছে সংস্থা। তবে মনে করা হচ্ছে এপ্রিল ও মে মাসে সরকার ২৯০০ কোটি টাকা মিটিয়ে দিতে পারে। সংস্থার এক আধিকারিক ডিএনএ-এ জানিয়েছেন, ব্যবসা থেকে ৫০০ কোটি টাকা ও ৩৫০০ কোটি টাকা ঋণ পাবে সংস্থা। এতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে।