শিলিগুড়িতে 'মোদী, মোদী' শব্দব্রহ্মে জনপ্লাবন, ভাষণ থামাতে বাধ্য হলেন নমো

Apr 03, 2019, 16:09 PM IST
1/5

শিলিগুড়িতে মোদীর জনসভায় জনপ্লাবন। আর তা দেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলে ফেললেন, দিল্লি থেকে  কলকাতার সভা সম্প্রচারে এসেছে অনেক ক্যামেরা। কিন্তু এই ভিড় দেখলে বুঝতে পারলেন ঝড় কাকে বলে!  

2/5

জনতাকে উদ্বেলিত করে এদিন বাংলায় ভাষণ শুরু করেন নরেন্দ্র মোদী। বলেন, ''শিলিগুড়ি ও উত্তরবঙ্গের ভাই-বোনেদের আমার শুভেচ্ছা। বড়দের প্রণাম। আপনারা কেমন আছেন?'' 

3/5

প্রধানমন্ত্রী যখন তৃণমূল নেত্রীকে বিঁধছেন, তখন মুহূর্মুর্হূ উঠছে 'মোদী, মোদী' স্লোগান। উত্সাহিত জনতাকে দেখে থামতে বাধ্য হন প্রধানমন্ত্রী।

4/5

প্রধানমন্ত্রী বলেন,'' বড় বড় রাজনৈতিক পণ্ডিতরা তো দূর, আমিও এখানে না আসলে এমন পরিবর্তন অনুধাবন করতে পারতাম না। আপনাদের ভালবাসা মাথায় করে রাখছি। আপনাদের উত্হাস দিদির কাছে পৌঁছে গিয়েছে।  দিদির ঘুম উড়ে গিয়েছে। এই ভিড় দেখে বুঝতে পারছি, দিদির নৌকো ডুবতে চলেছে''।'

5/5

তখনও চলছে 'মোদী, মোদী' স্লোগান। প্রধানমন্ত্রীর আবেদন, আপনারা এমন স্লোগান দিতে থাকলে কীভাবে আমি বলব! আমাকে শুনতো চান তো! শান্ত হল ভিড়।