রিলায়েন্স জিও-র গিগাফাইবার টেক্কা দিতে নয়া ওষুধ বিএসএনএল-র

Jul 16, 2018, 19:42 PM IST
1/7

BSNL_1

BSNL_1

ব্রডব্যান্ড দুনিয়ায় ইতিমধ্যে ঝড় তুলেছে রিলায়েন্স জিও। তাকে টেক্কা দিতে এ বার বিএসএনএল নিয়ে এল দুর্দান্ত অফার। কী সেই অফার?

2/7

BSNL_2

BSNL_2

সূত্রের খবর, চেন্নাই সার্কেলে দেড় টেরা বাইট পর্যন্ত ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল। কিন্তু, এর জন্য গ্যাঁট থেকে কত খরচ করতে হবে?

3/7

BSNL_3

BSNL_3

জানা যাচ্ছে ৪,৯৯৯ টাকার প্ল্যানে এই সুবিধা পাবেন। কিন্তু কত স্পিড পাওয়া যাবে?

4/7

BSNL_4

BSNL_4

১০০ মেগাবাইট প্রতি সেকেন্ডে ইন্টারনেট দেবে বিএসএনএল।

5/7

BSNL_5

BSNL_5

জেনে রাখুন, বিএসএনএল প্রথম ফাইবারের মাধ্যমে ইন্টারেনট পরিষেবা দিয়েছে। তবে এর ব্যাপকতা সে ভাবে ছিল না।

6/7

BSNL_6

BSNL_6

রিলায়েন্স জিও ফাইবার টু দ্য হোম অর্থাত্ একেবারে ঘরের মধ্যে ফাইবার কেবলের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেবে।

7/7

BSNL7

BSNL7

সাধারণ ব্রডব্যান্ড পরিষেবায় তামার তারের তুলনায় ফাইবারের ইন্টারনেটের গতি দ্বিগুণ বেড়ে যায় বলে দাবি বিশেষজ্ঞদের।