Budget 2020: শিক্ষায় বিদেশি বিনিয়োগ দরজা খুলছে মোদী সরকার,আসছে নয়া শিক্ষানীতি

Feb 01, 2020, 23:29 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: শিক্ষায় এবার আরও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। খোলনলচে বদলাতে জাতীয় শিক্ষা নীতিতে জোর নির্মলা সীতারমনের। কড়া নিন্দায় তৃণমূল। আদতে শিক্ষায় গেরুয়াকরণই লক্ষ্য। তোপ কংগ্রেসের। সবক্ষেত্রেই বিদেশি বিনিয়োগ কেন? প্রশ্ন সিপিএমের।  

2/5

জাতীয় শিক্ষা নীতি। দীর্ঘদিন ধরেই কেন্দ্রের অন্যতম এজেন্ডা। কেমন হবে এই নীতি? জমা পড়েছে কমবেশি দু লক্ষ প্রস্তাব। এবার বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিলেন শিক্ষাক্ষেত্রে খোলনলচে বদলাতে এবার জোর শিক্ষা নীতিতেই।

3/5

শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন চাইছে কেন্দ্র। আর সেই লক্ষ্যেই এবার আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসছে বিদেশি বিনিয়োগ। আর এখানেই সুর চড়িয়েছেন বিরোধীরা।  

4/5

নির্মলা সীতারমনের বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ হয়েছে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা। জোর দেওয়া হয়েছে স্কিল ডেভেলপমেন্টে। এই খাতে বরাদ্দ ৩০০০ কোটি। এখানেই শেষ নয়। PPP মডেলে জেলা হাসপাতালগুলির সঙ্গে মেডিক্যাল কলেজের সংযুক্তিকরণের প্রস্তাব রাখা হয়েছে। চিকিত্সকের অভাব মেটাতেই এই উদ্যোগ। 

5/5

প্রথম একশোর তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে পড়ুয়ারা অনলাইনে ডিগ্রি পেতে পারেন, সেজন্য জোর দেওয়া হয়েছে। জাতীয় পুলিস বিশ্ববিদ্যালয় ও জাতীয় ফরেনসিক বিশ্ববিদ্যালয়েরও প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।