বাজারের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা LIC-কে, ঘোষণা নির্মলার

Feb 01, 2020, 15:59 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: এলআইসি-তে সরকারের অংশীদারিত্ব বাজারের হাতে ছাড়ার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বললেন,''সরকারি অংশ আইপিও (Initial Public Offering)-র মাধ্যমে লাইফ ইনসুরেন্স কর্পোরেশনের (LIC)-র শেয়ার বিক্রি করবে সরকার।''

2/5

তবে কীভাবে এলআইসি-র আইপিও ছাড়া হবে, তা খোলসা করতে চাননি নির্মলা সীতারামন। তবে এলআইসি-র মতো সংস্থা বাজারের হাতে ছেড়ে দেওয়া কতটা জনসাধারণের বিনিয়োগ সুরক্ষিত করবে, উঠছে প্রশ্ন।    

3/5

১৯৫৬ সালে গঠিত হয়েছিল Life Insurance Corporation of India। সংস্থার ১০০ শতাংশ মালিকানা কেন্দ্রীয় সরকারের হাতে।   

4/5

আগামী অর্থবর্ষে ২.১ লক্ষ কোটি টাকার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবর্ষে সেই লক্ষ্য ১.০৫ লক্ষ কোটি। ১৮ হাজার কোটি টাকাই তুলতে সক্ষম হয়েছে সরকার। 

5/5

ইতিমধ্যেই বিপিসিএল, শিপিং কর্পোরেশন ও কন্টেনার কর্পোরেশনের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চেয়ে চাওয়া হয়েছে দরপত্রও।