লকডাউনে আটকে পড়া ট্রাকচালকদের সাহায্য নদিয়ার ব্যবসায়ীদের

May 06, 2020, 11:43 AM IST
1/3

করোনা ভাইরাসের আক্রমণের জেরে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী ৩৫ টি ট্রাক আটকে নদিয়ার চাকদহ বনগ্রাম রোডের ধারে সুটরা এলাকাতে। ৪০ দিন  ধরে চালক ও খালাসি  আটকে রয়েছেন । তাঁদের কারোর বাড়ি পুনে, কেউবা মুম্বই, পঞ্জাব, হরিয়ানার বাসিন্দা।  সকলেরই গন্তব্য বাংলাদেশ সীমান্ত। 

2/3

নদিয়ার চাকদহের একটি  মাঠের ধারে এই সমস্ত ট্রাকচালকরা খোলা আকাশের নিচে রয়েছেন দীর্ঘদিন।  জুটছে না খাওয়া-দাওয়া।  খবর পেয়ে এইসব ট্রাক চালকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ব্যবসায়ী  এবং সমাজকর্মী সাধন বিশ্বাস। তিনি কয়েক কুইন্টাল চাল , ডাল , তেল নুন আটা সহ প্রয়োজনীয় দ্রব্য ট্রাক চালকদের হাতে তুলে দেন।  

3/3

অন্যদিকে তেলেঙ্গানাতে  গিয়ে আটকে পড়েছিলেন ৬ ব্যবসায়ী । খবর পেয়ে  সাধন বিশ্বাস তাদের সঙ্গে ফোনে যোগাযোগ  করেন। তাঁদের  ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা এবং  নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য পৌঁছে দেন তিনি ।