এবছরই মুক্তি পাচ্ছে ৫টি ছবি, দিন ঘোষণা yash raj films-র

Feb 18, 2021, 15:33 PM IST
1/6

করোনা আবহে বহুদিন বন্ধ ছিল সিনেমা হল। বেশকিছু ছবি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেলেও এখনও বহু ছবির মুক্তি আটকে রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ১০০ শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। এই আবহে এবছরই ৫টি ছবির মুক্তির দিন ঘোষণা করল যশরাজ ফিল্মস। কী কী ছবি রয়েছে সেই তালিকায়? চলুন দেখে নেওয়া যাক...

2/6

২৩ এপ্রিল মুক্তি পাবে 'বান্টি অউর বাবলি-২'। ছবিতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়, সইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগতা শর্বরী-কে। ছবিটির পরিচালনা করেছেন বরুণ ভি ভর্মা। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।

3/6

'জয়েশভাই জোরদার' মুক্তি পাবে আগামী ২৭ অগস্ট। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং, শালিনী পাণ্ডে, বোমান ইরানি, রত্না পাঠক শা। ছবিটির পরিচালনা করেছেন দিব্যাঙ্গ ঠক্কর। প্রযোজনায় মণীষ শর্মা এবং যশরাজ ফিল্মস। 

4/6

'পৃথ্বীরাজ' মুক্তি পাবে এবছর ৫ নভেম্বর, দীপাবলির কথা মাথায় রেখে এই সময়টি ছবিটি মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে। 'পৃথ্বীরাজ'-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ। ছবিটি পরিচালনা করেছেন ড: চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।

5/6

'সন্দীপ অউর পিঙ্কি ফারার' মুক্তি আগামী ১৯ মার্চ। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। ছবিটির পরিচালনায় দিবাকর বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।

6/6

রণবীর কাপুর, বাণী কাপুর, সঞ্জয় দত্ত অভিনীত 'শামশেরা' মুক্তি পাচ্ছে এবছরের ২৫ জুন। ছবিটি পরিচালনা করছেন করণ মালহোত্রা। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।