প্রজাতন্ত্র দিবসে প্রথমবার সম্পূর্ণ মহিলা বাহিনীর নেতৃত্ব দিলেন বাস চালকের মেয়ে

Jan 26, 2019, 21:23 PM IST
1/5

৭০ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরও একবার গোটা বিশ্ব দেখল ভারতের নারীশক্তি। এর মধ্যেই ইতিহাস তৈরি করল অসমের মহিলা বাহিনী। কুচকাওয়াজে প্রথমবার গোটা বাহিনীতেই ছিলেন মহিলারা। আর সেই বাহিনীর নেতৃত্ব দিলেন মেজর খুশবু কানওয়ার। 

2/5

৩০ বছরের খুশবু কানওয়ার এক সন্তানের মা। তিনিই দেশের প্রাচীন আধা সামরিক বাহিনীর মহিলা বিভাগের নেতৃত্ব দিয়েছেন কুচকাওয়াজে। 

3/5

খুশবুর কথায়,''অসম রাইফেলসের মহিলা বাহিনীকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত গর্বের ও সম্মানের। বহুবার অভ্যাস করেছি''।  

4/5

লড়াই করে এত দূরে উঠে এসেছেন। সে কথা স্মরণ করিয়ে খুশবু বলেন,''রাজস্থানের বাস চালকের মেয়ে আমি। আমি যদি এখানে আসতে পারি, তাহলে যে কোনও মেয়ে স্বপ্নপূরণ করতে পারে''।   

5/5

নৌসেনার কুচকাওয়াজে নেতৃত্ব দেন লেফট্যানান্ট কম্যান্ডার অম্বিকা সুধাকরন।