সচিনের ব্যাটিং, লারার ছক্কা! দাবানলে ক্ষতিগ্রস্থদের জন্য কোটি টাকা তুলে দিল ‘বুশফায়ার ব্যাশ’ ম্যাচ

Feb 09, 2020, 18:18 PM IST
1/5

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে অস্ট্রেলিয়ায় বিস্তীর্ণ বনাঞ্চল। অরণ্যের কাছাকাছি থাকা হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগ বাসিন্দার বাড়ি-ঘর, বিষয়-সম্পত্তি পুড়ে ছাই হয়েছে। এখনও দাবানলের আগুন নেভেনি। তীব্র তাপপ্রবাহ এবং ঝোড়াে গরম হাওয়ার জন্য ছড়িয়ে পড়়ছে আগুন। 

2/5

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

দাবানলে ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বিশ্ব ক্রিকেটের তারকারা। সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, ম্যাথু হেডেন, ওয়াসিম আক্রম, যুবরাজ সিংরা বুশফায়ার ব্যাশ ম্য়াচ খেলে উপার্জিত অর্থ ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেবেন বলে ঠিক করেছিলেন। 

3/5

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

এই প্রদর্শনী ম্যাচ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা সংগ্রহ হয়েছে বলে জানা গিয়েছে। উপার্জিত  ৭৭ লাখ ৬০ হাজার ১১১ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হবে। 

4/5

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

১০ ওভারের ম্যাচে মাত্র ১ রানে জিতল পন্টিং একাদশ। মেলবোর্নের জাংশন ওভালে পন্টিং একাদশ ৫ উইকেটে ১০৪ রান তুলেছিল।

5/5

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

কোটি টাকা তুলে দিলেন সচিন, লারারা

১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে গিলক্রিস্ট একাদশ। সচিন তেন্ডুলকর ছিলেন রিকি পন্টিংয়ের দলের কোচ। তবে তিনি মহিলা ক্রিকেটার এলিস পেরির অনুরোধে এক ওভার ব্যাটিংও করেন।