মঞ্চের পিছনে জায়ান্ট স্ক্রিনে লেখা ছিল, দাদাগিরি ইজ ব্যাক ইন ইন্ডিয়ান ক্রিকেট। এর পর আর কী বা বলার থাকতে পারে! সৌরভ এখন ভারতীয় ক্রিকেটের মসনদে। সিএবিতে এদিন যেন প্রাক দীপাবলি উত্সব।
photos
TRENDING NOW
3/5
সৌরভকে বরণ
প্রথম শ্রেণীর ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির প্রথম ক্যাপ্টেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং আন্তর্জাতিক ক্রিকেটে মহারাজর প্রথম অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিন এদিন সিএবিতে হাজির ছিলেন।
4/5
সৌরভকে বরণ
সিএবির কর্তারা ছাড়াও বাংলার বর্তমান ক্রিকেটাররা সৌরভকে বরণ করলেন। এমন দিনে সবাই যেন তাঁর জন্য গর্বিত। আতশবাজির রোশনাইয়ে ছেয়ে গেল চারপাশ। আবেগপ্রবণ হয়ে পড়লেন বিসিসিআই সভাপতিও।
5/5
সৌরভকে বরণ
হাজির ছিলেন ভিভিএস লক্ষ্মণ। আজহারুদ্দিন থেকে ভিভিএস, সবার মুখে যেন একই কথা। সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট এবার নতুন উচ্চতায় পৌঁছে যাবে। ক্রিকেটার থেকে প্রশাসক সৌরভের উত্থান এখন শুধু সময়ের অপেক্ষা।