Christmas 2023: ৩০ বছর ধরে নিয়ম করে বাংলা লাইভ ক্যারোল, ক্রিসমাসের চেনা ছবি শহরে

বড়দিন ও বছরের শেষ সপ্তাহের উৎসবে এ বার মেতে উঠল কলকাতা শহরও৷ ঝলমলে পার্ক স্ট্রিট, ইকো পার্ক-সহ শহরের নানা প্রান্ত৷ জায়গা করে নিস বাংলা লাইভ ক্যারোলও। 

Dec 25, 2023, 09:43 AM IST
1/6

বড়দিন ২০২৩

Christmas Day 2023

অয়ন ঘোষাল: বিগত ৩০ বছর ধরে নিয়ম করে বাংলা লাইভ ক্যারোল। সকাল সকাল সান্টা ক্লজের সঙ্গে কচি কাঁচাদের নাচ। হুল্লোর। ক্রিসমাসের সকালে চেনা ছবি চ্যাপ্টার ২-র গোল পার্কে। 

2/6

বড়দিন ২০২৩

Christmas Day 2023

খুদে মাথায় লাল টুপি, হাতে বেলুন। সেই সঙ্গে ক্রিসমাসের সাজ এ যেন এক অন্য আমেজ। শহর কলকাতার বহু চেনা ছবির মধ্যে এটাও একটা। 

3/6

বড়দিন ২০২৩

Christmas Day 2023

বড়দিন ও বছরের শেষ সপ্তাহের উৎসবে এ বার মেতে উঠল কলকাতা শহরও৷ ঝলমলে পার্ক স্ট্রিট, ইকো পার্ক-সহ শহরের নানা প্রান্ত৷ এমনকী জেলায় জেলায় বড়দিন পালনের ধুম।

4/6

বড়দিন ২০২৩

Christmas Day 2023

অ্যালান পার্কে চলছে উৎসব৷ সেখানেও অনেকে যাচ্ছে৷ ভিড় চোখে পড়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চেও৷ কোথাও কোথাও বানানো হয়েছে ক্রিসমাস ক্রিব, চলতি পথে তা দেখতেও দাঁড়িয়ে পড়ছে কেউ কেউ৷

5/6

বড়দিন ২০২৩

Christmas Day 2023

গমগম করছে পার্কস্ট্রিট থেকে বোব্যারাক। ক্যাথেড্রাল চার্চে বিশেষ প্রার্থনা। উপচে পড়া চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়ায়। আলোর মালায় সেজে উঠেছে ক্রিশ্চিয়ান পাড়াগুলি। 

6/6

বড়দিন ২০২৩

Christmas Day 2023

বড়দিনের সেলিব্রেশনের মেজাজে বাঙালিও। সেই আমেজেই মাতল চ্য়াপ্টার ২।