উরুগুয়ের পর কানাডায় বৈধ পেল গাঁজা

Oct 18, 2018, 19:26 PM IST
1/8

বৈধ গাঁজা

Canada_1

উরুগুয়ের পর কানাডা দ্বিতীয় দেশ যেখানে বিনোদনমূলকভাবে গাঁজা বিক্রি বৈধ করা হল।

2/8

বৈধ গাঁজা

Canada_2

বুধবার মধ্যরাতে দেশজুড়ে প্রকাশ্যে গাঁজা সেবনে বৈধতা পায়।

3/8

বৈধ গাঁজা

Canada_3

কানাডার এই পদক্ষেপে স্বভাবতই বিতর্ক দানা বেঁধেছে। নাগরিকের স্বাস্থ্য, আইন এবং নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে বলে মনে করছেন সমাজের একাংশ।

4/8

বৈধ গাঁজা

Canada_4

মধ্য রাত থেকে কানাডার বিভিন্ন শহরের দোকানে ভিড় জমান মানুষ। গাঁজা আইনি বৈধতা পাওয়ায় আনন্দে রাস্তায় নেমেছেন নারী-পুরুষ নির্বিশেষে।

5/8

বৈধ গাঁজা

Canada_5

জানা যাচ্ছে, এত দিন গাঁজা রাখার দায়ে যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের মুক্ত করা দেওয়া হবে।

6/8

বৈধ গাঁজা

Canada_6

৩০ গ্রামের বেশি গাঁজা রাখার দায়ে দোষী সাব্যস্তদের ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো।

7/8

বৈধ গাঁজা

Canada_7

কানাডার অনেক নাগরিকই ধরা পড়ার ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। তাঁদের দেশে ফেরানো হবে বলে জানা গিয়েছে।

8/8

বৈধ গাঁজা

Canada_8

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-সহ ৯টি স্টেটে গাঁজা বৈধ রয়েছে।