Cancellation of Trains: 'রিমালে'র জেরে বাতিল বহু ট্রেন! জেনে নিন কোন কোন রুটে...

Cancellation and Regulation of Trains | Cyclone Remal: 'রিমালে'র জেরে বাতিল করা হয়েছে বা যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে বেশ কিছু জরুরি ট্রেন-রুটে।

| May 26, 2024, 11:18 AM IST

অয়ন ঘোষাল: 'রিমাল' ঘূর্ণিঝড় এবং 'রিমালে'র জেরে ঘটা ঝড়-বৃষ্টির জেরে বহু জায়গায় ফেরি সার্ভিস যেমন বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে, তেমনই বাতিল করা হয়েছে বা যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে বেশ কিছু জরুরি  ট্রেন-রুটে। জেন নিন, কোন কোন ট্রেন বাতিল। 

1/6

হাওড়া-দিঘা-হাওড়া

আজ, ২৬ মে বাতিল করে দেওয়া হয়েছে ২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারী এক্সপ্রেস। আজ বাতিল ২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারী এক্সপ্রেসও।

2/6

পাঁশকুড়া-দিঘা

বাতিল ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু স্পেশাল। বাতিল ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা ইএমইউ স্পেশাল।

3/6

দিঘা-পাঁশকুড়া

আজ, রবিবার ২৬ মে ও আগামীকাল সোমবার, ২৭ মে বাতিল ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া ইএমইউ স্পেশাল। আজ ২৬ মে ও আগামীকাল ২৭ মে বাতিল ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু স্পেশালও। 

4/6

সংক্ষেপিত

এবার দেখে নিন, কোন কোন ট্রেনের রুট ছোট করে দেওয়া হয়েছে ঝড়ের কারণে।

5/6

পুরী-দিঘা উইকলি

গতকাল ২৫ মে যাত্রা শুরু করা ২২৮৯০ পুরী-দিঘা উইকলি এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, এটি চলবে খড়্গপুর পর্যন্ত। 

6/6

দিঘা-পুরী উইকলি

২২৮৮৯ দিঘা-পুরী উইকলি এক্সপ্রেসের যাত্রা শুরু আজ, ২৬ মে। এর যাত্রাপথও খড়্গপুর পর্যন্ত সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে।