1/7
Pic7
কয়েকদিন আগেই গ্রামের রাস্তায় দেখা মিলেছিল তার। ভয়ে কাঁটা হয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু বৃহস্পতিবার সকলে নদী বাঁধের কাছে যেতেই চোখের কোণা চিক চিক করে ওঠে ওদের। জলের মধ্যে মুখ থুবড়ে পড়ে রয়েছে একটি বাঘ। মহীশূরের এইচ ডি কোট তালুকের এন বেলাথুরু গ্রামে একটি বাঘের মৃতদেহ উদ্ধার হয়। কাবিনী বাঁধে জলের মধ্যে পড়েছিল বাঘটির দেহ। বয়স আনুমানিক ১৪ বছর। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বাঘটির শরীরের মাঝের অংশ, পা এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। চোরাশিকারিদের কাজ বলে মনে করছেন অনেকে।
2/7
Pic6
আবার কারও মতে, জল খেতে নেমে বিদ্যুত্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাঘটির। তার গায়ে কিছুটা পোড়া দাগ দেখা যাচ্ছে। বাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মী ও পরিবেশবিদরা। এর পিছনে চোরাশিকারিদের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। চোরাশিকার বন্ধ করার জন্য প্রশাসনের তরফে বিশেষ দল গঠন করা হয়েছে। দলে রয়েছে প্রাক্তন সেনা, হোম গার্ডস, কয়েকজন স্থানীয় বাসিন্দা। বর্ষার সময়ে জঙ্গলের বিভিন্ন এলাকায় টহল দেন তাঁরা।
photos
TRENDING NOW
3/7
Pic5
4/7
Pic4
5/7
Pic3
6/7
Pic2
7/7
Pic1
photos