Europe's Drought: শুকোচ্ছে নদী-হ্রদ, এদিকে শুকনো নদীখাতের দিকে তাকিয়ে তাজ্জব খরাক্লিষ্ট ইউরোপ...
ইউরোপ জুড়ে কয়েক সপ্তাহের খরার কারণে বিভিন্ন নদী ও হ্রদের জলস্তর নীচে নেমে গিয়েছে। আর এতে এতদিন জলের নীচে ডুবে থাকা বিভিন্ন প্রাচীন প্রত্নসম্পদ দৃশ্যমান হচ্ছে। এতে কেউ কেউ অতীতের খরার স্মৃতি মনে করে আতঙ্কিত হয়ে পড়েছেন যেমন, তেমনই আবার কেউ কেউ প্রাগৈতিহাসিক সম্পদগুলি দেখতে পেয়ে আনন্দ পাচ্ছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খরা অত্যন্ত নেতিবাচক এক ব্যাপার। প্রকৃতির উপর তা নানা কুপ্রভাব ফেলে। না জনজীবনেরও ক্ষতি করে। কিন্তু কখনও কখনও কোনও নেতিবাচক বিষয় থেকে ইতিবাচকতাও বেরিয়ে আসে। যেমন এল এই ইউরোপের খরার সময়ে। ইউরোপ জুড়ে কয়েক সপ্তাহের খরার কারণে বিভিন্ন নদী ও হ্রদের জলস্তর নীচে নেমে গিয়েছে। আর এতে এতদিন জলের নীচে ডুবে থাকা বিভিন্ন প্রাচীন প্রত্নসম্পদ দৃশ্যমান হচ্ছে। এতে কেউ কেউ অতীতের খরার স্মৃতি মনে করে আতঙ্কিত হয়ে পড়েছেন যেমন, তেমনই আবার কেউ কেউ প্রাগৈতিহাসিক সম্পদগুলি দেখতে পেয়ে আনন্দ পাচ্ছেন।