Holi 2024: কলকাতার মাঝে রঙিন প্রকৃতিতে মাতুন বসন্ত উৎসবে...
Holi 2024: বাঙালি চিরকালই রঙিন। আর মাত্র দিন দুয়েক বাদেই দোল বা হোলি। আর হোলি মানেই দূরের মানুষকে কাছে টেনে নেওয়ার দিন, আনন্দের সাথে খাওয়া দাওয়া, মজা আরো কত কি!
1/6
দোল উৎসব ২০২৪
2/6
দোল উৎসব ২০২৪
photos
TRENDING NOW
3/6
দোল উৎসব ২০২৪
আগামী ২৫ ও ২৬ মার্চ ইবিজায় অনুষ্ঠিত হতে চলেছে হোলি উপলক্ষে বিশেষ উৎসব। থাকছে বিশেষ অফার সহ একচেটিয়া মজার প্যাকেজ। অতিথিরা রঙ খেলার সঙ্গে পার্টি, বিভিন্ন গেম সহ হোলি স্পেশাল সুস্বাদু খাবারের আনন্দ নিতে পারবেন। থাকছে বিখ্যাত শিল্পীদের লাইভ পারফরম্যান্স। এছাড়া থাকছে দিনভর নানা অনুষ্ঠান। ডিস্কো, বৃক্ষরোপণ কর্মশালা, প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের জন্য অসংখ্য কার্যকলাপ।
4/6
দোল উৎসব ২০২৪
5/6
দোল উৎসব ২০২৪
ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা-এর জেনারেল ম্যানেজার শুভদীপ বসু বলেন, 'আমরা সকল অতিথিদের হোলির শুভেচ্ছা জানাই এবং হোলি উদযাপনের জন্য ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা, কলকাতায় আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন এবং আমাদের সাথে উৎসবে আনন্দ করুন। ইবিজা এই বিশেষ উদযাপনের আয়োজন করতে পেরে গর্বিত এবং এটিকে একটি বার্ষিক ঐতিহ্য হিসেবে গড়ে তোলার জন্য উন্মুখ হয়ে আছে যা সবাই উপভোগ করতে পারে।'
6/6
দোল উৎসব ২০২৪
শহরের কেন্দ্রস্থল থেকে ২৫ কিমি দূরে এবং দক্ষিণ কলকাতা থেকে এক ঘন্টা ড্রাইভ করে পৌঁছে যাওয়া যাবে ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পাতে। শহরের তাড়াহুড়ো থেকে একটু দূরে চারপাশে সবুজে পরিপূর্ণ, রিসর্টটি আমতলার কাছে, যা আইআইএম জোকা থেকে ১১ কিমি দূরে, মেইন ডায়মন্ড হারবার রোডে আমতলা ক্রসিংয়ের থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত।
photos