কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন যখন রাজা জনক...

Oct 13, 2018, 15:06 PM IST
1/7

হর্ষ বর্ধন যখন রাজা জনক

Harsh_1

দিল্লির রামলীলা ময়দানে হঠাত্  আবির্ভাব হলেন রাজা জনক। রাজকীয় বেশভূষা, মোটা পাঁকানো গোঁফ আর ভারিক্কি চেহারা। এ যেন সত্যি মিথিলার রাজা জনক! সিংহাসনে বসে রাজশাসন চালাচ্ছেন তিনি। একটু সময় যেতেই দর্শকের কাছে স্পষ্ট হতে শুরু করে, রাজা জনক আসলে কে?

2/7

হর্ষ বর্ধন যখন রাজা জনক

Harsh_2

ভোটের ময়দানে এমন গলায় অনেক বক্তৃতা শোনা গিয়েছে তাঁর। এমনকি টেলিভিশনের পর্দায় বিভিন্ন ইস্যুতে তাঁর মুখ ফুটে উঠেছে বার বার... হ্যাঁ, এ বারে দর্শকরা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছেন, তিনি আর কেউ নন, তাঁদেরই এলাকার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন। 

3/7

হর্ষ বর্ধন যখন রাজা জনক

Harsh_3

২০১৩ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে মুখমন্ত্রীর পদপ্রার্থী ছিলেন দিল্লির চাঁদনি চকের এই সাংসদ। এই মুহূর্তে হর্ষ বর্ধন কেন্দ্রের বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ মন্ত্রী। শুক্রবার সন্ধেয় রামলীলা ময়দানে এ ভাবেই রামায়নের চরিত্রে দেখা গেল বিজেপির প্রথম সারির নেতাকে।

4/7

হর্ষ বর্ধন যখন রাজা জনক

Harsh_4

রামলীলার অনুষ্ঠান আয়োজন করেছে দিল্লির লব-কুশ কমিটি। সপ্তাহ ব্যাপী রামায়নের বিভিন্ন ঘটনার আধারে অনুষ্ঠিত হবে নাটক। 

5/7

হর্ষ বর্ধন যখন রাজা জনক

Harsh_5

ওই কমিটির এক কর্তা জানান, গৌরি পুজন, সীতা সয়ম্বর দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। দশহরায় রাবন বধ দিয়ে শেষ হবে তাদের এই কর্মসূচি। এ দিন মঞ্চে নাটকের মাধ্যমেই পরিবেশ রক্ষা বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন। 

6/7

হর্ষ বর্ধন যখন রাজা জনক

Harsh_6

রাজা জনকের স্ত্রী সুনয়নার ভূমিকায় দেখা যায় অভিনেত্রী রিতু শিবপুরীকে। রামের চরিত্রে অভিনয় করেন অভিনেতা অঙ্গাদ হাসিজা। এমনকি, বি আর চোপরার মহাভারতে যাঁকে বিশ্বমিত্র চরিত্রে দেখা গিয়েছিল, সেই গিরিজা শঙ্কর ধৃতরাষ্ট্রের ভূমিকায় অভিনয় করেন। 

7/7

হর্ষ বর্ধন যখন রাজা জনক

Harsh_7

প্রতি বছর এভাবেই জনপ্রিয় রাজনীতিক এবং সেলিব্রিটিদের দিয়ে রামলীলা মঞ্চস্থ করা হবে জানিয়েছেন লব-কুশ কমিটির প্রেসিডেন্ট অশোক আগরওয়াল।