সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদীর, দেখুন ছবি

Feb 20, 2019, 13:37 PM IST
1/8

সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা

Saudi_1

দু’দিনের ভারত সফরে গতকাল নয়া দিল্লি পৌঁছন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। (ছবি- রয়টার্স)

2/8

সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা

Saudi_2

সৌদির যুবরাজকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (রয়টার্স)

3/8

সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা

Saudi_3

পাক সফর সেরে গতকালই ভারতে আসার কথা ছিল সৌদির যুবরাজের। কিন্তু করমসূচি বদলে সোজা চলে যান রিয়াধে। সেখানে থেকে ফের বিমানে নয়া দিল্লি পৌঁছন সলমন। (রয়টার্স)

4/8

সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা

Saudi_4

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান থেকে সরাসরি ভারতে এলে নয়া দিল্লির ‘রোষে’ পড়তে পারত সৌদি আরব। কারণ, পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানের প্রতি বেজায় খাপ্পা ভারত। (রয়টার্স)

5/8

সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা

Saudi_5

পাকিস্তানে গিয়ে ইমরানের ভূয়শী প্রশংসা করেছেন সলমন। যা স্বভাবতই উদ্বেগের ছিল ভারতের কাছে। (রয়টার্স)

6/8

সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা

Saudi_6

এমনকি সৌদির যুবরাজের এমন পাক-প্রীতি ভাল চোখে নেয়নি সাউথব্লক। কার্যত ভারতের মন ভোলাতেই রিয়াধ থেকেই যুবরাজ নতুন করে সফর করলেন বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। (রয়টার্স)

7/8

সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা

Saudi_7

সৌদির যুবরাজের কাছে এটি প্রথম ভারত সফর। (রয়টার্স)

8/8

সৌদির যুবরাজকে সাদরে অভ্যর্থনা

Saudi_8

রত্নগিরি রিফাইনারি প্রকল্পে সৌদির ৪৪ হাজার কোটি ডলার বিনিয়োগ নিয়ে হবে বৈঠক। পাশাপাশি ৫ টি মৌ-সাক্ষর করবে এই দু’দেশ।(রয়টার্স)