Chaiti Chhath Puja: চলছে চৈতি ছট! সূর্য যেন চিরকাল এ বিশ্বে বইয়ে দেয় জীবনের স্রোত...
Chaiti Chhath Puja 2023: চৈত্র মাসেও ছট পালিত হয়। একে বলে চৈতি ছট। ২৭ মার্চ সন্ধেবেলা অস্তসূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদিত হয়েছে। ২৮ মার্চ সকালে উদীয়মান সূর্যকে নিবেদন করা হবে প্রাতঃকালীন অর্ঘ্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের প্রধান ছট পুজোটি হয় নভেম্বর মাসে, দীপাবলির পরে বাংলায় কার্তিক মাসে। এ ছাড়া চৈত্র মাসের একটি ছটও পালিত হয়। একে বলে চৈতি ছট। চৈত্র মাসের ছট পালিত হয় এখন। আজ ২৭ মার্চ সন্ধেবেলা অস্তসূর্যের উদ্দেশ্যে ছটপুজো আয়োজিত হয়েছে। আগামিকাল সকালে ২৮ মার্চে সূর্যকে নিবেদন করা হবে প্রাতঃকালীন অর্ঘ্য। আগামিকাল ভোর ছ'টা নাগাদ এই পুজো হবে।
1/6
অস্তমিত এবং উদিত সূর্যের পূজা
2/6
'সন্ধ্যা অর্ঘ্য', 'ঊষা অর্ঘ্য'
photos
TRENDING NOW
3/6
চৈতি ছট
4/6
জলপাইগুড়ির করলা নদীর ধারে কি়ংসাহেবের ঘাটে
এবার যেমন ছট পুজোর আয়োজন হয়েছে জলপাইগুড়ি শহর দিয়ে বয়ে চলা করলা নদীর ধারে। করলা নদীর ধারে কি়ংসাহেবের ঘাটে এই পুজোর আয়োজন হয়। খরনা, লাউভাত-সহ ছট পুজোর যাবতীয় নিয়ম মেনেই এই চৈত্রী ছট হয়। সোমবার বিকেলে কিংসাহেবের ঘাটে ছট ভক্ত ও সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে। বসেছে একটি ছোট মেলাও। (ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস)
5/6
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
6/6
পূজা ও প্রার্থনা
photos