Chitrashi Rawat Wedding: বিয়ের পিঁড়িতে ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী, হাজির পর্দার টিম ইন্ডিয়া...

Feb 06, 2023, 17:24 PM IST
1/6

বিয়ের আসর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় ছবি চক দে ইন্ডিয়ায় মহিলা হকি টিমের কোমল চৌতলাকে মনে পড়ে। বয়কাট চুলের ছোটখাটো কোমল অর্থাৎ চিতরাশি রাওয়াত এবার বিয়ের পিঁড়িতে।  

2/6

বিয়ের আসর

দীর্ঘদিনের প্রেমিক ধ্রুব আদিত্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন চিতরাশি।  

3/6

বিয়ের আসর

বিলাসপুরে বসেছিল তাঁর বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেন অভিনেত্রী নিজেই।  

4/6

টিম ইন্ডিয়া

বিয়েতে হাজির ছিল চক দে ইন্ডিয়া ছবির প্রায় গোটা টিম ইন্ডিয়া।  

5/6

পুনর্মিলন

পর্দার বিদ্যা, গুঞ্জন, রানি, বলবীর, বিন্দিয়া নায়েক ফের একসঙ্গে দেখা গেল চিতরাশির বিয়েতে।  

6/6

ভাইরাল ছবি

সোশ্যাল মিডিয়ায় ফের এই টিমকে একসঙ্গে দেখে আবেগে ভাসছেন নেটিজেনরা।