Grammy Award 2023 | Ricky Kej: তৃতীয়বার গ্র্যামি জয় রিকি কেজের, দেশকে উৎসর্গ করলেন ভারতীয় সুরকার...

| Feb 06, 2023, 14:07 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব মঞ্চে ফের ভারতের নাম উজ্জ্বল করলেন ভারতীয় সুরকার রিকি কেজ। সোমবার সকাল সকাল গোটা দেশের জন্য সুখবর নিয়ে হাজির সুরকার। এদিন সকালে গ্র্যামি জেতেন তিনি।  

2/6

রিকির সুর করা ডিভাইন টাইডস অ্যালবামটির জন্য গ্র্যামি জেতেন তিনি। তাঁর সঙ্গে এই অ্যালবামে সঙ্গত দিয়েছেন বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড পুলিসের ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ড।  

3/6

বেস্ট ইমারসিভ অডিয়ো অ্যালবাম ক্যাটেগরিতে ৬৫ তম গ্র্যামি জেতেন রিকি। এই অ্যালবামে রয়েছে ৯টি গান রয়েছে।  

4/6

এই অ্যালবামের জন্যই গত বছর বেস্ট নিউ এজ অ্যালবামে গ্র্যামি পেয়েছিলেন তিনি। এই অ্যালবামের গানে রয়েছে বিশেষ বার্তা। সাম্যের বার্তা দেয় এই অ্যালবাম।  

5/6

‘সদ্য তৃতীয়বার গ্র্যামি জিতলাম। আমি বাকরুদ্ধ ও ভীষণ কৃতজ্ঞ। আমি ভারতকে আমার এই অ্যাওয়ার্ড উৎসর্গ করলাম।’ ট্যুইটে লেখেন ব্যাঙ্গালোর বেসড এই সুরকার।  

6/6

২০১৫ সালে প্রথম গ্র্যামি জিতেছিলেন রিকি। ২০২২ সালে দ্বিতীয় গ্র্যামি, এবার ঐ একই অ্যালবামের জন্য ফের গ্র্যামি পেয়ে ভারতের সংগীতের ইতিহাসে নাম লেখালেন আমেরিকাবাসী এই প্রবাসী ভারতীয় সুরকার।